মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেক মাস্টারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল হয়েছে।
শুক্রবার বাদ আছর চরফ্যাশন উপজেলার আমিবাদ বাড়িতে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার পূর্বে কোরআন খতম, কবর জিয়ারতসহ কোরআন ও হাসিদের আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ঈমাম, শিক্ষক মন্ডলি, এলাকার জনপ্রতিনিধিসহ শতশত ধর্মপ্রান মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আমিনাবাদ দালাল বাজার জামে মসজিদ এর ঈমাম হাফিজ মাওলানা মাইন উদ্দিন।