মহাকাল থেকে হারিয়ে গেলো আরও একটি ইংরেজি বছর। বিদায় ২০২১। সুস্বাগত ২০২২।
পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বসগত জানাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসেছিলেন মানুষ। রক্ত লাল সূর্য ডুবে যায়। বিদায় জানায় ২১ কে।
তবে অন্যান্য বছরের তুলনায় এবছর সৈকতে আশানুরূপ পর্যটক আসেনি।
নতুন বছর বয়ে আনুক নতুন বার্তা।
ছবি-শাহজাহান চৌধুরী শাহীন।