কলকাতার নতুন কমিশনার হলেন বিনীত গোয়েল।
মাসুদুর রহমান:
বড়সড় রদবদল হল রাজ্য পুলিশের। মহানগরের নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। এর আগে কলকাতার পুলিস কমিশনার ছিলেন সৌমেন মিত্র। বিনীতবাবু এতদিন রাজ্য পুলিশের এসটিএফ-এর এডিজি পদে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। মালদহের নতুন পুলিশ কমিশনার হলেন অমিতাভ মাইতি। মালদহের ডিআইজি হলেন অলোক রাজরিয়া। CID-র পাশাপাশি একই সঙ্গে এসটিএফ-এরও দায়িত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং।রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিসি হলেন হরিকৃষ্ণ পাই। রাজ্য ট্রাফিক পুলিশের নয়া ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। আলিপুরদুয়ারের নয়া পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির নয়া পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে। কালিম্পংয়ের নয়া পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই।