(‘চোরে না শুনে ধর্মের কাহিনী’ প্রমাণ মিললো রাঙ্গুনিয়ায়)নিয়ে গেল মাসজিদের দানবাক্সের টাকা।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো:
প্রবাদ আছে চোর শোনেনা ধর্মের কাহিনী। এই প্রবাদটির আবারো প্রমান মিললো রাঙ্গুনিয়ায়। দিনেদুপুরে রাঙ্গুনিয়ার আলমশাহ পাড়ার বায়তুর রহমত জামে মসজিদের দরজা ভেঙ্গে মসজিদের আইপিএসের ব্যাটারী ও ভেতরে থাকা দানবাক্স ভেঙ্গে টাকা চুরির করে চোরের যে নেই কোন ধর্ম তার প্রমাণ দিল চোরের দল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে চুরির এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আজ দুপুরে জোহরের নামাজ শেষ করে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীরা মসজিদটি তালাবদ্ধ করে চলে আসেন। কিন্তু আছরের নামাজের মধ্যবর্তী সময় আনুমানিক দুপুর আড়াইটা- তিনটার দিকে মসজিদের দক্ষিণ পাশের দরজা ভেঙ্গে মসজিদের আইপিএসের ব্যাটারী ও মসজিদের ভেতরে থাকা দানবাক্স ভেঙ্গে সব টাকা চুরি করে করে নিয়ে যায়।
মসজিদের মুয়াজ্জিন মোঃ ইমতিয়াজ আছরের নামাজের আজান দিতে এসে দেখতে পায় দানবাক্স ভাঙ্গা ও আইপিএসের ব্যাটারী নেই। অভিনব এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
এদিকে গত শনিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল বাদামতলী এলাকার ছেমরুল্লাহ মিয়াজী জামে মসজিদ ও হযরত জয়নাল আবেদীন শাহ (র.) মাজারেও দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।