কুবিতে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর ( বুধবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে ‘নিরাপদ অভিবাসন বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মশালা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অভিবাসীদের নিরাপদ অভিবাসন এবং অভিবাসনের ক্ষেত্রে করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও)’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে অভিবাসী তথ্য কেন্দ্রে বাংলাদেশ। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এমআরসি বাংলাদেশ।
কর্মশালা উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি এনএম রবিউল আওয়াল চৌধুরী, প্রভাষক তানজিনা নাজিয়া। জেলা কর্মসংস্থান ও জনশক্তি ‘র সহকারী পরিচালক দেবাব্রত ঘোষ, অভিবাসী তথ্য কেন্দ্রে বাংলাদেশের কাউন্সিলর রিফাত শাহরিয়ার অর্ণব এবং অভিবাসী তথ্য কেন্দ্রে বাংলাদেশের আরেক কাউন্সিল গোলাম মোস্তফা।