তাহিরপুরে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন।
সুনামগঞ্জ প্রতিনিধি:
স্মাট ফোনে আসক্তি পড়াশুনায় ক্ষতি এই শ্লোগান কে সামনে রেখে দুদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
মঙ্গলবার সকালে মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
এ-উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির ভূঁইয়া,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন,আ,লীগ নেতা অনুপ রায় প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন উপস্থিত সবাই।