ডিপজিটরি দুই আইনের সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৮ ডিসেম্বর ডিপজিটরি প্রবিধানমালা,২০০০ এবং ডিপজিটরি (ব্যবহারি) প্রবিধানমালা,২০০৩ সংশোধন করে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশোধিত ডিপজিটরি প্রবিধানমালা,২০০০’এ, আবেদন ফি এবং নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আবেদন ফি ৫ লাখ টাকা এবং নিবন্ধন ফি ১ কোটি টাকা কমিশনের অনুকূলে প্রদান করার প্রবিধান তৈরি করা হয়েছে।
নিম্নে সংশোধিত উল্লেখিত দুই আইনের বিস্তারিত তুলে ধরা হলো:
ডিপজিটরি প্রবিধানমালা,২০০০ (২১ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত):
ডিপজিটরি (ব্যবহারি) প্রবিধানমালা,২০০৩ (২১ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত):