বাইশ গজে পুরোপুরি ইতি টানলেন হরভজন সিং।
মাসুদুর রহমান:
ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং বাইশ গজে পুরোপুরি ইতি টানলেন।
ভারতীয় দলের প্রাক্তন বোলার হিসেবে সাফল্যের পাশাপাশি ভারতীয় ক্রিকেটে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি অসংখ্য সাফল্য রয়েছে ভাজ্জির ঝুলিতে। এবার সেই বাইশ গজকে পুরোপুরি বিদায় জানালেন। তবে এবার কি নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই প্রাক্তন খেলোয়াড়!
সামনেই পঞ্জাবের বিধানসভা ভোট৷ তার আগে কংগ্রেসে যোগ দিতে পারেন হরভজন সিং৷ তবে ক্রিকেট ছেড়ে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধু৷ দিন কয়েক আগেই পঞ্জাবের কংগ্রেস প্রেসিডেন্ট সিধুর সঙ্গে হরভজন সিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছিল৷ আর মনে করা হচ্ছে এবার ক্রিকেটে ইতি টেনে রাজনীতিতে নাম লেখাবেন ভাজ্জি। শুক্রবার সোশ্যাল মিডিয়া মারফত ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। চলতি বছরের আইপিএলের প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে খেললেও দ্বিতীয়ার্ধে আর কোনও ম্যাচেই সুযোগ পাননি হরভজন। শেষপর্যন্ত ক্রিকেটকে বিদায় জানানোরই সিদ্ধান্ত নিলেন ‘দ্য টার্বোনেটর’ ৷