টঙ্গীবাড়ীতে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার বিরুদ্ধে মানববন্ধন।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে ও দলিল লেখক আরিফ উল্লাহর দূর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী নুরে আলম মাদবর। সে যশলং ইউনিয়নের মৃত ইনছান উদ্দিন মাদবরের ছেলে। নুরে আলম মাদবর জানান- প্রতারণা জালিয়াতির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে দলিল লেখক আরিফ উল্লাহ হালনাগাদ খাজনা রশিদ ছাড়া কমিশনের মাধ্যমে সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে দলিল রেজিস্টেশন করেছে। যা আইনত দন্ডনীয় অপরাধ। তাদের এ অপকর্মের কারনে আমি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার নিজ নামে হালনাগাদ খাজনা নামজারি মিউটেশনের ২ শতাংশ ৪৫ পয়েন্ট জমি অন্যের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে। যাহার দলিল নং ৪১৪৮/২০২১। এ বিষয়ে দুদকে একটি অভিযোগ করেছি। তারা বিষয়টি তদন্ত করছেন। তিনি আরও জানান- দলিল লেখক আরিফ উল্লাহর লাইসেন্স বাতিল ও সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে এর অপসারন ও বিচারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি করছি। এ বিষয়ে জানতে চাইলে দলিল লেখক আরিফ উল্লাহ জানান- আমি আর.এস রেকর্ড মোতাবেক দলিল লিখে সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করে দিয়েছি। সাব রেজিস্ট্রার দলিল করে দিয়েছেন।
সাব-রেজিস্ট্রোর স্বপন কুমার দে জানান- আমার নামে অভিযোগটি দুদক তদন্ত করছেন। তারাই সঠিক তথ্য তুলে ধরতে পারবেন।