টঙ্গীবাড়ীতে স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও বিজয় মেলা।
আপন সরদার:
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম বিপু পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান শেখ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসাদ আল বারেক, সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, নব নির্বাচিত কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হালদার খুকু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন মোল্লা প্রমুখ।