মুন্সীগঞ্জে টমেটোর বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক।
আপন সরদারঃ
মুন্সীগঞ্জে টমেটোর বাম্পার ফলনে খুশি হয়েছেন চাষিরা। জেলার টঙ্গীবাড়ী উপজেলায় আশানুরূপ টমেটো উৎপাদন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় গতবছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় স্বপ্ন দেখছেন এখানকার কৃষকরা।
উপজেলার হাসাইল ও পাচগাও ইউনিয়নের পদ্মার দুই পাড়েই টমেটোর চাষ কেন্দ্রীভূত হয়েছে। প্রত্যেক বছরেই এখানে বিপুল পরিমাণ টমেটো উৎপন্ন হয়ে থাকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টমেটো গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন কৃষক। এ সময় পাকা ও আধাপাকা টমেটো গুলো কে সংরক্ষণ করে রাখতে দেখা যায়। পরে সেগুলো মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন সবজি আড়তে পাঠায় কৃষক।
টমেটো চাষী সোহেল বেপারী বলেন, এ বছর ১ একর জমিতে ব্রাক ১৭৩৬ জাতের এবং দীপালী জাতের টমেটো চাষ করেছি। এতে আমার ৪ লাখ টাকা খরচ হয়েছে। টমেটোর ফলন ভালো হয়েছে বাজারদাম ভালো থাকলে খরচ উঠিয়ে লাভের আশা করা যায়।
আরেক কৃষক আসাদুল বলেন, আমরা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক ভাবেই পাকিয়ে টমেটো বাজারজাত করে থাকি যার কারনে আমাদের টমেটোর ভালো চাহিদা রয়েছে। বর্তমানে টমেটোর বাজারদাম রয়েছে ৬৫ টাকা কেজি। এই দাম যদি বহাল থাকে তাহলে মোটা অংকের টাকার লাভবান হওয়ার আশা করি।