কুড়িগ্রামে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
স্বপ্না আক্তার/রংপুর ব্যুরো প্রধান :
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ এনজিও’র উদ্দ্যোগে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ বোরহান উদ্দিন, পরিবার পরিকল্পনার উপপরিচালক মীর রফিকুল ইসলাম, চররাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমীত চক্রবর্তী, ফেন্ডশিপের সিনিয়র প্রকল্প সমন্বয়কারী আলী আব্দুল্লাহ্, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট ডাঃ আবুল হোসেন, পুষ্টি বিষয়ক প্রোগ্রাম স্পেশালিষ্ট আফরিন মোরতুজা প্রমূখ। সভায় সরকারী দপ্তরের কর্মকর্তাসহ ৫৫জন অংশগ্রহন করেন।
সিনিয়র প্রকল্প সমন্বয়কারী আলী আব্দুল্লাহ জানান, কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের মা ও শিশুরা পুষ্টি অভাবে ভুগছে। এতে শারিরীক বৃদ্ধি, মেধার বিকাশ ও মননশীলতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এসব সমৃদ্ধকরনে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।