মহান বিজয় দিবস উপলক্ষে তমদ্দুন মজলিসের
আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল মিডিয়াতে (তমদ্দুন মজলিসের ফেসবুক পেজে) আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় তমদ্দুন মজলিসের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন প্রখ্যাত ভাষাসৈনিক প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও নজরুল একাডেমীর সম্মানিত সাধারণ সম্পাদক মিন্টু রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ও পুষ্টি বিভাগের অধ্যাপক ড. এম আক্তারুজ্জামান। এছাড়াও আলোচনা করেন অধ্যক্ষ এ বি এম শহীদুল্লাহ খান, সহকারী অধ্যাপক মীর আকরাম আলী, ময়মনসিংহ জেলা শাখার সম্পাদক মোহাম্মদ রফিক ভুঁইয়া খোকা, সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তমদ্দুন মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তাওহিদ খান ও তমদ্দুন মজলিস-ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এম এইচ সুজন মাহমুদ।Ì