এম এ আশরাফ, দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে এই সাপটি উদ্ধার করা হয়।
তারা বলেন, বিষধর সাপটি সফিউল্লাহর রান্নাঘরে দেখে তারা প্রথমে অনেক ভয় পান । এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রে ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে দেখতে মানুষ ভিড় জমায়। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে বন বিভাগ এসে সাপটি উদ্ধার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।
দৌলতখান রেঞ্জ কর্মকর্তারা জানান, রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। এর বৈজ্ঞানিক নাম Daboia russelii) ভাইপারিডি পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী (Solenoglyphous) বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়। এই সাপের বিষ ‘হেমোটক্সিন’ হওয়ায় মাংস পঁচেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সাপটি সংরক্ষিত।