করোনার তিনটি টিকা নিয়েও মিললো না রেহাই, আক্রান্ত ওমিক্রণে।
মাসুদুর রহমান:
দু’বার নয়, তিন বার টিকা নিয়েছিলেন তিনি। কিন্তু তিনটে ডোজ নিয়েও যে পিছু ছাড়লো না মারন ভাইরাস করোনা। দেশে ফিরে রিপোর্টে পজেটিভ হল। যা দেখে রীতিমত হতচকিত ওই ব্যাক্তি। জানা গেছে, আমেরিকায় ছিলেন মুম্বইয়ের ওই বাসিন্দা। সেখানে করোনা টিকার মোট তিনটি ডোজ নিয়েছিলেন তিনি। ফাইজারের টিকা নেওয়ার পর ফিরেছিলেন দেশে।
কিন্তু মহারাষ্ট্রের মুম্বই বিমানবন্দরে ফেরার পথেই চরম বিপদের মুখে পড়লেন তিনি।মুম্বই বিমানবন্দরে নিয়ম মতোই করোনা পরীক্ষা করা হচ্ছিল সকলের। সেখানে তাঁরও করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা যায়, তাঁর শরীরে করোনা সংক্রমিত হয়েছে। তিনটি ফাইজারের টিকা নেওয়ার পরেও তিনি করোনাকে রুখতে পারনেননি। তবে বিপদের এখানেই শেষ নয়। আরও সমস্যা অপেক্ষা করছিল ওই মানুষটির জন্য। যেহেতু তিনি আমেরিকা থেকে এসেছেন, সেহেতু তাঁর নিয়ম করে ওমিক্রন পরীক্ষাও করা হয়। তাতেই শেষ পর্যন্ত দেখা যায়, তিনি ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। তাঁর তেমন কোনও বড় উপসর্গ না থাকলেও শরীরে প্রজাতির উপস্থিতি রয়েছে। তাঁর একে বারে কাছাকাশি সংস্পর্শে এসেছিলেন যাঁরা, তাঁদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হয়েছে, দেখা গিয়েছে, তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।