সরকার পাড়া প্রিমিয়ার লিগের উদ্বোধন।
স্বপ্না আক্তার/নীলফামারী:
মাদকমুক্ত সমাজ গড়তে কিশোর ও যুবকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে নীলফামারী সদরের সরকারপাড়া যুব সংঘ। শুক্রবার বিকেলে পুরাতন গুরুহাটির মাঠে ৮দল বিশিষ্ট সরকার পাড়া প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সমাজ সেবক শাসছুল হক শাহ্, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি স্বপ্না আক্তারসহ ৮দলের স্পন্সার ও খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী প্রীতি ম্যাচে অংশ নেয় সরকার পাড়া সিক্সার্স বনাম সরকার পাড়া আলোর প্রতীক।