হাইওয়ে পুলিশের হাতে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক।
মোঃ রিমন খান/সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড়ের পূর্ব পাশে শ্বশ্রানে সামনে ঢাকা সিলেট মহাসড়ক উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটক হুমায়ুন (২২) বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের মলাই মিয়ার ছেলে। খোকন মিয়া (২২) সুনামগঞ্জ বিষ্ণুপুর থানা মাসিমপুর গ্রামের টিও মাষ্টার বাড়ীর আবু তাহের মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম এর নেতৃত্ব এসআই আলমগীর সঙ্গীফোস সহায়তা নিয়ে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড়ের পূর্ব পাশে শ্বশ্রানে সামনে ঢাকা সিলেট মহাসড়ক উপর দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করায়, হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন মিয়া ও হুমায়ুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। হাইওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।