বিজয় দিবসে লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পন ও কম্বল বিতরণ।
স্বপ্না আক্তার/নীলফামারী
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের লক্ষীচাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পরে একটি বিজয় র্যালি বের করে লক্ষীচাপ ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে আবারো সেখানে মিলিত হয়। র্যালি শেষে ইউনিয়নের সড়ে ৩’শ অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাইদুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি বিষেশ্বর রায়, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র, ৮নং ওয়ার্ডের সভাপতি রাধারঞ্জন রায়,৯ নং ওয়ার্ডের সভাপতি মমিনুর ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।