নীলফামারী জেলায় যথাযথ ভাবে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন।
নীলফামারী প্রতিনিধি/স্বপ্না আক্তার:
৫০ বার তোপধ্বনী,স্বাধীনতা স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ ভাবে নীলফামারী মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ই ডিসেম্বর) সকাল ৬.৪৫মিনিটের সময় ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সুচনা শুরু হয়।
পরে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী জেলায় স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অপর্ণ, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম পিপিএম,নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার,নীলফামারী বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি মোহাম্মদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, এছাড়াও নীলফামারী জেলা রিপোর্টাস ইউনিটি পুষ্পস্তবক অর্পণ করে,নীলফামারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ,আনসার ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়।