টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ ইং পালিত।
আপন সরদার/মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ইং পালিত হচ্ছে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহিদ মিনারে সকল বীর শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা জানানো শেষে সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলণ এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রী, শিশু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা স্কাউট, গার্লস ইন গাইড, কাব, রোভার স্কাউট, বিএনসিসি কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু , উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিম অন্তরা, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।