পাকিস্তান কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার পথে বাংলাদেশ দল। পঞ্চম দিনে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে টাইগাররা।
আজ বুধবার ৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হবার পর কোন ছুটি পাবেন না মুমিনুলরা। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ দিবাগত রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা।
এবারের নিউজিল্যান্ড সফরে তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে ক্রিকেটারদের।
পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। তবে মূল পর্বের লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম,।