মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়াতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা।
আপন সরদার/মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়াতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের বাস্তবাস্তবায়নে বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম এর সভাপতিত্বে ও উপসহকারী পরিচালক (ডিএডি) মোসাম্মত শাহিনা খান এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান বিভাগীয় উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর ঢাকা।
বিশেষ অতিথি মোঃ জিয়া হায়দার চৌধুরী প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প,মৎস্য অধিদপ্তর ঢাকা। অতিরিক্ত পুলিশ সুপার,জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ জেলার ৬ টি উপজেলা থেকে আগত জেলে,আড়তদার, ট্রলার মাঝিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা ইলিশ সম্পদের গুরুত্ব এবং ব্যবস্থাপনা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।