কুবিতে আইসিটি সমিতির সভাপতি কাজল সাধারণ সম্পাদক ইমতিয়াজ।
রকিবুল হাসান/কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইসিটি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির প্রধান উপদেষ্টা আমেনা আক্তার ও উপদেষ্টা মো: রাকিব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
রবিবার (৫ ডিসেম্বর) ইনফরমেশন এন্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগের ২০১৬ -১৭ বর্ষের শিক্ষার্থী কাজল হোসাইন কে সভাপতি এবং একই বিভাগের ১১ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ শাহরিয়ার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং ছাত্র উপদেষ্টা সাইফুর রহমান।
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন মোঃ শিপলু আলি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামিউল হোসেন দর্পন, কোষাধ্যক্ষ এনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইসতিয়াক আহমেদ, সমাজ কল্যাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক আরশাদুল ইসলাম সৌরভ, ওয়েব এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মারিয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- মেহেঙ্গির আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক- মারিয়া নুসরাত।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন আজহার রিমন, আকিব হাসান, শাহরিয়ার পারভেজ, শাহিন মিয়া, মোঃ রবিন হোসাইন, নুসেরা তাজরিন।