মাদারীপুরে নিখোঁজ শিশুর মরদেহ ভেসে উঠলো নদীতে।
ইব্রাহিম সবুজ/(মাদারীপুর)
নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় তিন বছরের শিশু নাঈম। মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর উত্তর চর আইর কান্দি গ্রামের শাহ আলম (শামীম) তালুকদার এর বড় ছেলে নাঈম তালুকদার (3) এর নিখোঁজের খবর পাওয়া যায়। শনিবার আনুমানিক বেলা বারোটায় নিখোঁজ ঘটনা ঘটে। এদিকে শামীম তালুকদার এর খালা হাজেরা বেগম (50) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায়, বাড়িতে সবাই দাফন কাজে ব্যস্ত থাকে এ সময় শিশু নাঈম সবার চোখ ফাঁকি দিয়ে নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হয়। পরিবার ও এলাকার সূত্রে জানা যায় বরিশাল গৌরনদী উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা নদীর এক কিলোমিটার ধরে খোঁজাখুঁজির পরে না পেয়ে হাল ছেড়ে দিলে এলাকাবাসী নৌকা নিয়ে খোঁজাখুঁজি করে। আজ সোমবার বিকাল 4 টা 30 মিনিটের সময় পালরদী নদীর মাঝের খেয়া নামক স্থানে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং দাফন সম্পন্ন করে।