বেড়ায় নৌকার প্রার্থী পরিবর্তনে মানববন্ধন।
বাকী বিল্লাহ/(সাঁথিয়া-বেড়া) পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় হাটুরিয়া-নাকালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামিলীগের নৌকার প্রার্থী পরিবর্তনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৬ ডিসেম্বর) ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী অভিযোগ করেন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ চেয়ারে বসলেও ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কোন গুরুত্ব দেননি এই চেয়ারম্যান।
তিনি জনগণের নুন্যতম প্রত্যাশা এবং তার গাফিলতি আর অবহেলার কারণে বর্তমান সরকারের আমলে উন্নয়নের ছোঁয়াও পায়নি এলাকাবাসী। আমরা ইউনিয়নবাসী তাকে অযোগ্য চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি। এই অযোগ্য প্রার্থীর পরিবর্তনের দাবী তোলেন বিক্ষোভকারীরা।
এসময় বক্তব্য রাখেন, আব্দুল হামিদ সরকার, সহ-সভাপতি হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামিলীগ। ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামিলীগ। ফজর আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামিলীগ।
আওয়ামিলীগ নেতা আব্দুল বাতেন এবং আব্দুল করিম। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনি মন্ডল। আতোয়ার হোসেন, সভাপতি হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ছাত্রলীগ । সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ছাত্রলীগ।
বিক্ষোভ কর্মসূচির অভিযোগকে অসত্য জানিয়ে আওয়ামিলীগ সমর্থিত নৌকার প্রার্থী চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ইউনিয়নবাসীর জনপ্রিয় এবং যোগ্য প্রার্থী হিসেবেই মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বঞ্চিতদের উস্কানিমূলক কথায় গুজব ছড়ানো হচ্ছে।