তমদ্দুন মজলিসের সাহিত্য সভায় বক্তারা : মুনসী মেহেরউল্লা ছিলেন ব্রিটিশ বাংলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক
মোহাম্মদ মনজুরুল হক গাজী
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস- ঢাকা মহানগরের উদ্যোগে ইংরেজ আমলে মুসলমানদের খ্রিষ্টান বানানোর হীন চক্রান্তের দ্বার উন্মোচনকারী ইসলাম প্রচারক মুনসী মহম্মদ মেহেরউল্লা স্মরণে ০৪ ডিসেম্বর, শনিবার রাত- ৮টায় ভার্চুয়াল মিডিয়াতে (তমদ্দুন মজলিসের অফিসিয়াল ফেসবুক পেজে) সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সাহিত্য সভায় বক্তারা বলেন, মুনসী মহম্মদ মেহেরউল্লা মধ্যবিত্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। খ্রিস্টান পাদ্রীরা তখন এদেশের সাধারণ গরীব মুসলমানদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালাতে থাকে। সেই পরিস্থিতিতে মুনসী মহম্মদ মেহেরউল্লা খ্রিস্টান পাদ্রীদেরকে বিভিন্ন জনসভায় যুক্তিতর্কের মাধ্যমে পরাজিত করে মুসলমানদের সুমহান ইসলামের বাণী প্রচারের মাধ্যমে ইসলাম প্রচারে অসামান্য ভূমিকা পালন করেন। তাই নিঃসন্দেহে বলা যায় তিনি ছিলেন ব্রিটিশ বাংলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক।
বক্তারা আরো বলেন, মুনসী মহম্মদ মেহেরউল্লা’র মত মহান ব্যক্তির স্মরণ রাষ্ট্রীয়ভাবে হলে ভবিষ্যত প্রজন্ম তাঁর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সুন্দর জীবন ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ কাজে আত্মনিয়োগ করতে পারবে। বক্তারা মুনসী মহম্মদ মেহেরউল্লা’র নামে একটি ইউনিভার্সিটি নামকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত ভাবে অনুরোধ জানান।।
এ সাহিত্য সভায় তমদ্দুন মজলিস ঢাকা মহানগরের সভাপতি জনাব মো. আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়াও আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক এমদাদুল হক চেীধুরী, মোহাম্মদ তাওহিদ খান।
কবিতা পাঠ করেন কবি ওয়াহিদ আল হাসান ও কবি গিয়াস হাইদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন তমদ্দুন মজলিস-ঢাকা মহানগরের সম্পাদক এম এইচ সুজন মাহমুদ। In