শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কাসমো কনজ্যুমার প্রোডাক্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন শেষ হয়েছে৷ এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা৷

কসমো কনজ্যুমার প্রোডাক্টসের পণ্যগুলো দ্রুত সারা দেশের ভোক্তাদের আস্থা অর্জন করেছে৷ কসমো গ্রুপের সেরা মশার কয়েল জোনাকি, রিকো, মার্শাল, এএম ও রক দেশের বাজারে চাহিদার শীর্ষে অবস্থান করছে ৷
এছাড়া পান্ডা ডিটারজেন্ট পাউডার, মেড্ডি ড্রপ এন্টি ব্যাকটেরিয়াল সোপ, থাই বিউটি সোপ, হ্যাটট্রিক টয়লেট ক্লিনার, রিকো ফেব্রিক হোয়াইটনার, থাই বিউটি শ্যাম্পু, কসমো ইনসেক্ট পাউডার দিন দিন জনপ্রিয় ব্রান্ডে পরিণত হয়েছে৷
সোমবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে কাসমো কনজ্যুমার প্রোডাক্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্পন্ন হয়৷
সম্মেলন উদ্বোধন করেন কসমো কনজ্যুমার প্রোডাক্টসের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার৷

প্রধান অতিথি কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার বলেন, ১৯৯৭ সালে রপ্তানিমূখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প দিয়ে যাত্রা শুরু করা কসমো গ্রুপ আজ দেশের অন্যতম বৃহৎ একটি শিল্পগ্রুপে উন্নীত হয়েছে৷ ব্যবসায়িক সততা, অঙ্গীকার, দৃঢ়তা, সময়নিষ্ঠা এবং সুষ্ঠু প্রতিযোগিতার মনোভাবের কারণে কসমো গ্রুপ দেশে এবং বিদেশে গ্রাহকদের কাছে আস্থা ও বিশ্বাসের একটি নাম ৷ ম্যানুফ্যাকচারিং ফর দ্য ওয়ার্ল্ড শ্লোগানে কসমো গ্রুপ নিজের অবস্থান ধরে রেখে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ৷
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কসমো কনজ্যুমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া হায়দার, কসমো কনজ্যুমার গ্রুপের নির্বাহী পরিচালক নাঈম হায়দার৷ মাল্টিমিডিয়া পোর্টাল কে টিভির কর্মকর্তা সাংবাদিক রাকিবুল ইসলাম মুকুল৷
সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান চৌধুরীর মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডিভিশনাল সেলস ম্যানেজার-সাউথ জোন মির্জা মিজানুর রহমান, নর্থ জোনের ডিভিশনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান, কুমিল্লা জোনের ডিভিশনাল ম্যানেজার আলমগীর, ফিরোজ শামীম, রাজশাহী এবং নাটোর জোনের এরিয়া সেলস ম্যানেজার মো. আলমগীর হোসেন, কুষ্ঠিয়া জোনের এরিয়া সেলস ম্যানেজার মো. রোনাস আহমেদ, কুমিল্লা জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. বিশারত আলী, বরিশাল জোনের এরিয়া সেলস ম্যানেজার মো. হুমায়ুন কবির, ফরিদপুর জোনের এরিয়া সেলস ম্যানেজার মো. মিশাদুর রহমানসহ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন ৷ দিনব্যাপী সম্মেলনে সেরা বিক্রয়কর্মীদের সম্মাননা দেয়া হয়৷
সম্মেলনে কসমো কনজ্যুমার গ্রুপের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত পদস্থ কর্মকর্তা, জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংস্কৃতিক বক্তিরা উপস্থিত ছিলেন৷ মধ্যাহ্ন ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।