চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু।
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন ফুলছড়ি বনবিটের ২০১৮-২০১৯ সালে দ্বিতীয় আর্বতে সৃজিত বনায়নের জন্য অংশীদারদের নিয়ে এক সভা শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রভাষক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপদেষ্টারা হলেন, জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম (বিএঅনার্স এমএ) ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ।
বনায়ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচিতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল করিম মাদু সভাপতি ও কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন সাধারণ সম্পাদক ।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে – মো.কুতুব উদ্দিন, ওমর আলী, জসিম উদ্দিন মেম্বার।
ফরিদুল আলম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, সামশুল আলম কোষাধ্যক্ষ, সরওয়ার জাহান চৌধুরী ( সার্জিনা সরওয়ার) প্রচার ও দপ্তর সম্পাদক এবং নির্বাহী সদস্য যথাক্রমে- অধ্যাপক আবদুল হামিদ, মো. জয়নাল উদ্দিন ও নুরুল আজিম।
সরকারী বনভূমিতে বনায়নের জন্য স্থানীয় জনগোষ্ঠীর বিনিয়োগের সুযোগ সৃষ্টি করায় বনবিভাগকে সভায় ধন্যবাদ জানানো হয়।