ফকিরহাটে জানালা ভেঙে ডাক্তারের ঘরে চুরি।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটঃ জেলার ফকিরহাটের পল্লিতে একজন এমবিবিএস ডাক্তারের বাড়ী ফাঁকা থাকায় বাড়ির পিছনের জানালা ভেঙে ঘরে ঢুকে চুরি করে পালিয়ে যায় চোরচক্র।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গভীর রাতে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ডাঃ অর্চিষ্মান দেবনাথ এর বাড়ীতে এঘটনা ঘটে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।
ভুক্তভোগী রামপ্রসাদ দেবনাথ এর পুত্র ডাঃ অর্চিষ্মান দেবনাথ জানান, ঘটনার দিন সন্ধ্যা রাতে তাঁরা একটি বিবাহ বাড়িতে পরিবারের সকলে বেড়াতে যান। এ সময় অজ্ঞাত চোর চক্র বাড়ির পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ ২লক্ষ টাকা, ১০ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পারিবারের লোকজন বাড়িতে এসে এ দৃশ্য দেখতে পান।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে শুভদিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগীর মাতা মিতালী দেবনাথ বাদী হতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।