শেষ হয়েছে জবিতে ভর্তির আবেদনের সময়।
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়। আবেদনের সময় শেষ হলেও যারা বিভিন্ন জটিলতায় ফাইনাল সাবমিশন করেননি তারা পুনরায় সাবজেক্ট চয়েজ দিতে এবং যারা আবেদন করলেও টাকা পে করতে পারেন নি তারা পেমেন্টের সুযোগ পাচ্ছেন।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে নিউজজি কে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
তিনি বলেন, ‘অনেকেই আবেদন করেছেন দোকান থেকে৷ দোকানদার না বুঝেই নিজের ইচ্ছামতো সাবজেক্ট চয়েজ দিয়ে দেয়। ফলে সাবজেক্ট চয়েজে অনেকেরই ভুল হওয়ার সম্ভাবনা থাকে৷ যারা ফাইনাল সাবমিশন করেন নি, আমরা তাদের আগামীকাল অব্দি সাব্জেক্ট রিভিউ করার সুযোগ দিচ্ছি। অনেকেই আবেদন করেছেন কিন্তু টাকা পে করতে পারেন নি। তাদের আবেদন ফি পে করার জন্য একদিন সময় দেয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আবেদন করতে গিয়ে যেসব অভিযোগ এসেছে সেসব আমরা সমাধান করে তারপর মেরিট লিস্ট প্রকাশ করবো।’
এছাড়াও বৃহস্পতিবার ডিনস কমিটির সভা শেষে প্রাথমিক মেরিট লিস্ট প্রকাশের তারিখ জানানো হবে বলেও জানান তিনি। ভর্তির তারিখসহ বিস্তারিত তথ্যও এদিন সভা শেষে জানানো হবে।
এর আগে গত ১৫ নভেম্বর দুপুর ১২ টা থেকে অনলাইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত থাকলেও পরে তা পাঁচ দিন বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। জানা যায়, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ২৭০০ সিটের বিপরীতে প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর আবেদন পড়েছে।