চরফ্যাশনে রেডিও মেঘনার আয়োজনে স্বাস্থ্য বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ও রেডিও মেঘনার আয়োজনে বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশন হলরুমে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার স্বাস্থ্যকর্মী এনজিও, সমাজকর্মি এবং বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীদের নিয়ে অরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিষয়ক এ অরিয়েন্টেশন কোর্স পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার আবদুল হাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার সহকারি পরিচালক রাশেদা বেগম,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক,সমাজ সেবক কামাল গোলদার, জলবায়ু ফোরামের সহ সভাপতি মনির আসলামী।