বাগেরহাটে সুপারি গাছ থেকে পড়ে শিশু মানিকের মৃত্যু।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটঃ জেলার চিতলমারী উপজেলায় সুপারি গাছ থেকে ছিটকে পড়ে মানিক মোল্লা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পাটরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত মানিক মোল্লা পাটরপাড়া এলাকার কবির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মানিক মোল্লা এলাকার মানুষের গাছ থেকে সুপারি পেড়ে দিত। বুধবার সকালে সে কয়েকজনের গাছের সুপারি পাড়ে। পরে টুলু বিশ্বাসের গাছের সুপারি পাড়তে গাছে উঠলে গাছটি গোড়া থেকে ভেঙ্গে যায়। এ সময় মানিক ছিটকে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।