
পীরগাছায় পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ঠ্রিয় স্বীকৃতি’র দাবিতে র্যালি
মোঃ গোলাম আযম সরকার (রংপুর)ঃ
রংপুরের পীরগাছা উপজেলায় পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ঠ্রিয় স্বীকৃতি’র দাবিতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পীরগাছার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করেন। র্যালিতে মুক্তিযোদ্ধা দিবস-চিরজীবি হউত “ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে এক সাথে মুক্তিযুদ্ধের চেতনা ভুলি নাই, ভুলবোনা” মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। 1লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ঠ্রিয় স্বীকৃতি দিতে হবে এই সব দাবী করা হয়েছে। র্যালিটির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , পীরগাছা উপজেলা কমান্ডের আয়োজনে বের হয়েছিল্