মানিকগঞ্জে পন্যবাহী ট্রাক চাপায় যুবকের মৃত্যু।
এস কে সুমন মাহমুদ/মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌর এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় সেলিম আনোয়ার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় জহিরুল ইসলাম (২৮) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়। আহত জহিরুল ইসলামকে উদ্বার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আনোয়ার ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে মোটর সাইকেল আরোহী জহিরুল ইসলামের পিছনে বসে ধামরাই থেকে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন সেলিম আনোয়ার। এসময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সেলিম নিহত হয়। এসময় জহিরুল ইসলাম আহত হয়। পরে খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাক চালক মজিবর রহমানকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।