নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশন’র চড়ুইভাতি অনুষ্ঠিত।
নোবিপ্রবি প্রতিনিধিঃ
গল্প, আড্ডা, গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান রিমন, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।