রংপুরের পীরগাছায় একইদিনে পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) বিকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামের স্বপন কুমারের স্ত্রী প্রণামী রাণী ও ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের ছেলে দুলাল মিয়া ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মালয়েশিয়া প্রবাসী স্বপন কুমারের সঙ্গে রোববার রাতে প্রণামী রাণীর মোবাইলে ঝগড়া হয় । পরে তার ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ তার মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে স্ত্রী দীর্ঘদিন থেকে বাবার বাড়িতে থাকায় নিজ বাড়িতে আনার চেষ্টা করেন দুলাল মিয়া। বারবার চেষ্টা করে বাড়িতে নিয়ে আসতে ব্যর্থ হয়ে মনের দুঃখে রোববার রাত আড়াইটার দিকে গলায় ফাঁস দেন বলে দাবি করেছেন পরিবারের লোকজন।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।