বিমান বন্দরে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি কে শুভেচ্ছা।
মোঃ তারিকুল ইসলামঃ
আজ ২৭ শে নভেম্বর ২০২১ বেলা ১১ টায় সৌদি আরব থেকে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বাংলাদেশে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ।
মাননীয় সাংসদ এর আগমন এ স্বাগত জানান বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ এর মহাসচিব আলহাজ্ব সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী।
নজিবুল বশর মাইজভান্ডারী এমপি কে শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত ছিলেন বিটিএফ এর যুগ্ন মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন চাঁদপুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু,খুনলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আলহাজ্ব সেলিম মিয়াজি,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ,যুগ্ম স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সহ আরও নেতৃবৃন্দ।
গত ২২শে নভেম্বার সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদের পক্ষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব ফয়সাল বিন ফারহান আল সাউদের আমন্ত্রনে ইসলামিক কনফারেন্সে যোগাদান করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি । তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন( বিটিএফ) এর যুগ্ন মহাসচিব সৈয়দ তৈয়বুল বাশার মাইজভান্ডারী।