বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটঃ জেলার শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ ফকির (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর)দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ ফকির সোনাতলা গ্রামের নুরু ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , মোশাররফ ফকির সোনাতলা গ্রামের ইসহাক শরিফের বাড়ির আঙিনায় থাকা গাছ কাটছিলেন।এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটকে পড়েন তিনি। পরবর্তীতে লোকজন এসে সেখান থেকে তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শরণখোলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোক্তাদির জানান, হাসপাতালে আসার আগেই মোশারেফের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।