টামটা উত্তরে নৌকার মাঝি পলাশ মজুমদার।
চাঁদপুর প্রতিনিধি:তানজিল হোসেন রাজু
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রাম বিভাগে দলীয় চেয়ারম্যান পদে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
এতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পেলেন বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদারের ছেলে সাবেক ছাত্রনেতা দন্ত ডাঃ আলমগীর কবির পলাশ মজুমদার।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২১ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
ডাঃ পলাশ মজুমদার নৌকা পেয়েছেন—রাতে এই ঘোষণার পরপরই তাঁর সমর্থকেরা আনন্দ-উল্লাস করতে থাকেন। দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় পলাশ রহমান মজুমদার বলেন, আলহামদুলিল্লাহ।আমার বাবারমত আমি ও ‘দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দলের সব স্তরের নেতা-কর্মীদের নিয়ে জনগণের জন্য কাজ করতে চাই।’
এছাড়াও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের হাতকে আরো শক্তিশালী করতে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আপনারা সবাই দলবেঁধে স্বাধীনতার প্রতীক নৌকায় মার্কায় ভোট দিতে কেন্দ্রে চলে যাবেন।সবাই দোয়া করবেন।