বাগেরহাটের মোড়েলগঞ্জে ১১০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে আজ।
সোহেল রানা /বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটঃজেলার মোড়েলগঞ্জে কোভিড-১৯(করোনা ভাইরাসের) সংক্রমন ও বিস্তার রোধে প্রথমবারের মতো শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে আজ। এ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ১১০০ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক টিকা দেওয়া হবে।
উপজেলার ৯টি কলেজসহ উচ্চমাধ্যমিক স্তরের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামি ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনকৃত ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দফায় ১১০০ জনকে টিকা দেওয়া হবে। অপর ১২০৫ জনকে আগামীকাল বুধবার ভ্যাক্সিনের আওতায় আনা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, মঙ্গলবার বেলা ৯টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত টিকা শিক্ষার্থীদের প্রয়োগ করা হবে।এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উচ্চ মাধ্যমিকের নিবন্ধন পত্র, জন্মনিবন্ধন সনদ ও মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।