শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের ৩য় দিনে ক্রিস্টাল আইস, ইয়াবা, বিদেশী রাইফেল, তাজাগুলি ও ৪ টি ধারালো অস্ত্র সহ আলমগীর নামে একজন টেরোরিস্টকে আটক করা হয়েছে।
২৩ নভেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন ও র্যাব ১৫ যৌথ ভাবে এ অভিযান চালায়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় রাতভর অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মো. জামালের বসতবাড়ি হতে তার ছেলে আলমগীর (২২) নামের টেরোরিস্টকে ৮০০ গ্রাম আইস
১১’শ পিস ইয়াবা, ২ টা বিদেশী রাইফেল, ১৩ রাউন্ড তাজাগুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা জানান,মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন।
মাদক নির্মুলের স্বার্থে র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীকেও সাথে নিয়ে অভিযান আরো জোরদার করা হবে বলে জানান তিনি।