জনপ্রিয়তার শীর্ষে মেম্বার প্রার্থী বাবু হাওলাদার।
নিজেস্ব প্রতিনিধি –
আগামী ২৮ তারিখ টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে হাসাইল বানারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে টিউবওয়েল মার্কায় নির্বাচন করতেছেন মোঃ বাবু হাওলাদার।
সেই আলোকে বাবু হাওলাদার নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা পৌঁছে দিতে সদা তৎপর বাবু হাওলাদার ও তার পক্ষের কর্মীরা । নিজেও প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে দোয়া চেয়েছেন।
এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাবু হাওলাদারের টিউবওয়েল মার্কা। এলাকার মানুষ টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে বাবু হাওলাদার কে জয়যুক্ত করার জন্য সদা প্রাণবন্ত।
টিউবওয়েল মার্কার প্রার্থী বাবু হাওলাদার বলেন, তার নির্বাচনের প্রচার-প্রচারণা পর্যাপ্ত পরিমাণে করা হয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমার টিউবওয়েল মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। ইনশাআল্লাহ।
২ নং ওয়ার্ডের মানুষ বলছে, বাবু হাওলাদারের সুন্দর ব্যবহার এবং মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা তার বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট। নির্বাচনে আসার আগে থেকেই তিনি মানুষের পাশে থেকেছেন। তাই আমাদের আশা তিনি নির্বাচনে বিজয়ী হয়েও আমাদের পাশে থাকবেন।
তারা আরো বলেন, বাবু শিক্ষিত ও সৎ- চরিত্রবান এবং নামাজি ছেলে। আর বর্তমান এরকম একজন মেম্বারের খুব প্রয়োজন।