ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৯ জন গ্রেফতার।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল/ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা এর দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম বার এর নির্দেশে অপরাধমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন অত্র থানাধীন গাঙ্গীনারপাড়া রোডস্থ পালিকা মার্কেটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১।বিকাশ পন্ডিত(২২), পিতা-বিজয় পন্ডিত, মাতা-অনিতা পন্ডিত, সাং-বাশবাড়ী কলোনী (মামুন, পিতা-আক্তার হোসেন এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ জাকির হোসেন (ডিবি) এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর কুমারী কান্দা সাকিনস্থ ৩৩নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনৈক মোঃ মহর আলী(২৮), পিতা-মোঃ ইয়াছিন আলী এর মুদি দোকানের সামনে পাক রাস্তার পাশে হইতে আসামী ১। মুর্শিদুর রহমান ওরফে লিমন(৩২), পিতা-আঃ রহমান, মাতা-রশিদা রহমান ,স্থায়ী: গ্রাম- গৌরীপুর (২৭৬/৭ পূর্ব গৌরিপুর ০৭নং ওয়ার্ড, শেরপুর পৌরসভা) , উপজেলা/থানা- শেরপুর সদর, জেলা -শেরপুর, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- রঘুরামপুর (রঘুরামপুর জনৈক প্রশান্ত কুমার (৫৫)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) নিরুপম নাগ ও এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন ভাবখালী এলাকা হইতে জুয়া আইনে প্রসিকিউশনে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতামৃত-হামেদ আলী, ২। মোঃ রাজন (২৩), পিতা-মোঃ হাসেম মিয়া, উভয় সাং-চর ভবানীপুর, ৩। মোঃ বিল্লাল (৪৫), পিতা-নাজিম উদ্দিন বেপারী,৪। মোঃ শহিদ মিয়া (৪২), পিতা-মোঃ জলিল মিয়া, ৫। মোঃ নাদিম মিয়া (২৪), পিতামৃত-সাহেব আলী, সর্ব সাং-কালীবাড়ী বস্তি, ৬। মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতামৃত-আদম আলী, সাং-থানাঘাট বস্তি, ৭। মোঃ জাহাঙ্গীর (৩০), পিতা-মোঃ আলা উদ্দিন, সাং-কালীবাড়ী কবর খানা, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন অত্র থানাধীন কেওয়াটখালী রেলগেইট এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। জাহাঙ্গীর হোসেন (২৭), পিতা-আঃ কুদ্দুস, মাতা-সখিনা বেগম, সাং-মাহমুদপুর, থানা-তাহেরপুর, জেলা-সুনামগঞ্জ, ২। চম্পা খাতুন(২৫), পিতা-ইউনুছ আলী, মাতা-ফজিলা, সাং-বুনাগাতী, থানা-শালিখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানার এসআই আনিছুর রহমান, এস্আই শাহ মিনহাজ উদ্দিন, এসআই তানজিল আল আসাদুজ্জামান এএসআই রুহুল আমীন, এএসআই সুজন, এএসআই শাহজালাল, এএসআই আমির হামজা গন কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন আসামীদেরকে গ্রেফতার করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৭ জনঃ ১। মোঃ শাহজাহান (৩৫), পিতামৃতঃ আলী হোসেন, সাং-বোররচর ভাটিপাড়া, থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ। ২। মোঃ শের আলী ওরফে মালেক, পিতা-মোঃ আঃ খালেক, সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, এ/পি-মাসকান্দা তারা কমিশনারের বাড়ীর পার্শ্বে মুফতি সাহেবের পাঁচতলা বিল্ডিং এর পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৩। চয়ন (২৫), পিতা-রবি পাল, সাং-রামবাবু রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৪। মোঃ তানভীর হাসান পিয়াস (২৭), পিতা-মৃত শামসু ড্রাইভার, সাং-খাগডহর ঘুন্টি ফকির বাড়ী সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৫। শাওন (২৫), পিতা-মৃত গৌতম মজুমদার ওরফে গৌতু, সাং-রামবাবু রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৬। বাদশা, পিতা-মোঃ আলী হোসেন, সাং-আলীয়া মাদ্রাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৭। আল-আমিন, পিতা-মৃত বিল্লাল হোসেন, সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জনঃ ১। মোঃ নজরুল ইসলাম, পিতা-মোঃ নেকবর আলী, সাং-ভাবখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।সর্বমোট ১৯ জন আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।