টঙ্গীবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
আপন সরদারঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিম অন্তরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, সাংবাদিক ব.ম শামীম, খান আবু বকর সিদ্দীক, আবু বাক্কার মাঝি, ভাইস চেয়ারম্যান নাহিস খান,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, টিএস প্রনয় মান্না দে, ডিজিএম হযরত আলি প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, মধ্য রাতে চুরি ছিনতাই রোধে প্রশাসনের টহল ,মাদক মুক্ত উপজেলা গড়ার লক্ষে প্রশাসনের অগ্রনী ভূমিকা পালন করার কথা বলা হয়। ##