রাজধানীর ভাটারা থানার সাঈদ নগর এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারি বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. শাকিল, মো. কামাল, মো. শাহজাহান ও মো. নিয়াজ মাহমুদ।
রোববার (২১ নভেম্বর) ডিবি ওয়ারি বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ভাটারার সাঈদ নগর ওয়ার্কশপ গলির (গ্যারেজপট্রি) সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ভাটারা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।