অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৫টি ডিজেলচালিত বাসকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাসের সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
রোববার (২১ নভেম্বর ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১১টি স্পটে বিআরটিএ-র ১০ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
বিআরটিএ জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩৩টি ডিজেল চালিত ও ১৭টি সিএনজি চালিত মোট ২৫০টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৫টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়।
বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট), মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।