সরাইল মহিলা কলেজে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
মোঃ রিমন/খান সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহিলা কলেজের প্রথম ব্যাচের আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে সরাইল মহিলা কলেজ। এ উপলক্ষে শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় সরাইল মহিলা কলেজ মিলনায়তনে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.আইয়ুব খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় করেন প্রভাষক মোঃ মাহবুব খান বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আলী, এম এ মুসা, ফয়সাল আহমেদ দুলাল, জুলকার নাঈন, এস এম ফরিদ, প্রভাষক রুহুল আমীন, অভিভাবক মোজাম্মেল হক পাঠান,বিদায়ী ছাত্র ছাত্রী পক্ষে থেকে বক্তব্য রাখে শিক্ষার্থী সাদিয়া রহমান, প্রথম বর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা মঞ্জিলা প্রমুখ।
পরে শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমান উল্লাহ।