কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না-এড. জাহাঙ্গীর হোসাইন
দো’য়া পরিচালনা করেন ক্বারী মোঃ আশরাফুল আলম
মোঃ গোলাম আযম সরকার (রংপুর)ঃ
খেলাফত মজলিসের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শনিবার সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে বিভাগী পরিচালক মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম,রংপুর জোনের সহকারী পরিচালক সবেবর রহমান,রংপুর মহানগর সভাপতি মোঃ তৌহিদুর রহমান মন্ডল রাজু,সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুর নবী,রংপুর জেলা সভাপতি ক্বারী মোঃ আশরাফুল আলম,সাধারণ সম্পাদক আহমেদ আলী কুড়িগ্রাম জেলা সভাপতি আবু সায়্যিদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন খেলাফত মজলিস একটি বিশ্ববিদ্যালয়, এখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়। এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, আমরা একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আজ বাংলাদেশের সকল মানুষ শান্তিতে নাই, সমস্ত মানুষের জানমাল নিরাপদ নয়, ভোটের অধিকার সবাই প্রয়োগ করতে পারছেন না।
আসসালামুআলাইকুম । ধন্যবাদ ।