কুবিতে প্রতিবর্তনের চড়ুইভাতি অনুষ্ঠিত।
রকিবুল হাসান/কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়নে এটি অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে গেইম ইভেন্ট, গান আড্ডা, মধ্যাহ্নভোজ, প্রাক্তনদের পরিবেশনা, শিক্ষকদের বিশেষ পরিবেশনা এবং ফটোশুট সেশন অনুষ্ঠিত হয়।
এবিষয়ে প্রতিবর্তনের সভাপতি নান্টু বিশ্বাস বলেন, সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিবর্তন সবসময়ই শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায়ই প্রতিবর্তন চড়ুইভাতির আয়োজন করে। এবং ভবিষ্যতেও প্রতিবর্তনের এমন ধারা চলমান থাকবে।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশক ড. মোহা: হাবিবুর রহমান, প্রতিবর্তনের উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আজমাইন মুহতাসিম মীর এবং প্রতিবর্তনের সাবেক এবং নবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।