সুজন সাতক্ষীরা পৌর কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।
আব্দুর রহিম/সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
১৭ নভেম্বর বেলা ৩ টায় মেহেদী বাগ ‘আরা’ সংস্থার অফিসে সুজনের সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিসের সভাপতিত্বে এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।
বিশেষ অতিথি ছিলেন দুদকের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক।
উদিচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ , সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ, বি, এম, সেলিম , জেলা কমিটির প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা , আলহাজ্ব সিরাজুল ইসলাম , মোঃ হারুন খান,
এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , ডাঃ জি, এম, মাহাবুবর রহমান, লিলি জেসমিন , আবদুল্যাহ আল মামুন , মনোরঞ্জন মন্ডল , আব্দুস সোবহান, জহুরুল ইসলাম , মোঃ রেদোয়ান , জাফরুল্লাহ ,
এ্যাডঃ রফিকুল ইসলাম , নাজমুল হাসান ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নেতৃবৃন্দ কে ফুলের শুভেচ্ছা জানানো হয় । সুজনের সাতক্ষীরা সদর উপজেলা কমিটির নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়।
সুজনের জেলা কমিটির সদস্য সাংবাদিক আবু ছালেক ফিংড়ী ইউনিয়নে মেম্বার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
আগামী ২১ নভেম্বর রোজ রবিবার বেলা ৩ টায় কালিগন্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে মৌতলা ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে খুলনা বিভাগীয় এবং সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় এবং অনুষ্ঠান সফল করার জন্য সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয় ।